বান্দরবান জেলা পুলিশ সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এটি তৃতীয় ধাপের লকডাউন।
আজ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম এর দিক নির্দেশনায় বান্দরবান জেলা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় লকডাউন, সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে সচেতনতামূলক চলমান প্রচারণা কর্মসূচী চালিয়েছে । তৃতীয় ধাপের লকডাউনে প্রতিপালনে তৎপরতা অব্যাহত রাখবে জেলা পুলিশ প্রশাসন।