পুলিশকে মেডিকেল সেইফলাইফ হ্যান্ড স্যানিটাইজার দিল ম্যারিকো বাংলাদেশ

কভিড-১৯ মহামারীর এ সময়ে সম্মুখযোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সহযোগিতার অংশ হিসেবে প্রায় ৯ লাখ টাকা মূল্যের মেডিকেল সেইফলাইফ হ্যান্ড স্যানিটাইজারের ৫২টিরও বেশি কার্টন দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। গতকাল পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অফিস এবং ঢাকা রেঞ্জে এগুলোর হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় ম্যারিকোর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইলিয়াস আহমেদ এবং ডিরেক্টর অব লিগ্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স এর হাত থেকে এসব সামগ্রী গ্রহণ করেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাসিস্ট্যান্স ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মাসুদুর রহমান। এছাড়া পুলিশ সদর দপ্তরের কমিশনারের পক্ষ থেকে অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণ পদ রায়, ডিএমপির ডেপুটি কমিশনার অব পুলিশ মো. আনিসুর রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
এর আগে গত বছর, প্রাণঘাতী কভিড-১৯-এর প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকার অনুদান দেয় ম্যারিকো।