জনসাধারণকে নিরাপদ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে ঢাকা জেলা পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশব্যাপী চলমান ‘সর্বাত্মক’ লকডাউন চলছে। গতকাল সরকার ঘোষিত লকডাউনের ৫ম দিন। প্রতিদিনের ন্যায় রবিবারও ঢাকা জেলার পুলিশ সুপার এর নির্দেশে মাঠে ছিলো ঢাকা জেলা পুলিশের সকল ইউনিট। জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট।
এসময় সর্বসাধারণকে ঘরমুখী করতে সচেতনতামূলক প্রচারণা, অনুমতি বিহীন যানবাহন আটক সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ এর পক্ষ থেকে বলা হয়েছে, "আসুন আমরা বৈশ্বিক এই করোনা ভাইরাসের সংক্রমণ হতে দেশ ও নিজেকে রক্ষা করতে আরো বেশি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হই এবং অতি প্রয়োজনে বাহিরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করি।"