শিরোনাম

South east bank ad

সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নে তৎপর জেলা পুলিশ

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নে তৎপর জেলা পুলিশ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে দ্বিতীয় দিনের মতো ‘সর্বাত্মক লকডাউন’ চলছে। চলাচলে কড়াকড়ি আরোপসহ নানা নিষেধাজ্ঞায় বুধবার ভোর থেকে সরকারের এই নির্দেশনা কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকা ঘুরে লকডাউন বাস্তবায়ন করতে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় আজ সাতক্ষীরা জেলার সদর থানার অফিসার-ফোর্সদের নিয়ে সরকার নির্ধারিত ০১ (এক) সপ্তাহ লকডাউন বাস্তবায়নে জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা, লকডাউন কার্যক্রম পরিচালনা ও মাস্ক বিতরন কর্মসূচী পালন কর হয়।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: