শিরোনাম

South east bank ad

কালীগঞ্জ ও কাপাসিয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

কালীগঞ্জ ও কাপাসিয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল গাজীপুরে কালীগঞ্জ ও কাপাসিয়া থানা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার এস, এম শফিউল্লাহ্ বিপিএম। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার তাগিদ প্রদান এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানার অফিসার ও ফোর্সদের ব্রিফ্রিং প্রদান করেন।
গত মার্চে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেন এসএম শফিউল্লাহ । এর আগে তিনি খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সুপার এসএম শফিউল্লাহর নিজ জেলা গোপালগঞ্জ। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। এরপর এএসপি হিসেবে ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা জেলার ক-সার্কেল, নারায়নগঞ্জ জেলার বি-সার্কেলে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে খুলনা বিএল কলেজে প্রভাষক (অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: