South east bank ad

অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বর্তমান সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

শোকবার্তায় ডিআইজি হাবিবুর রহমানবলেন, ‘অধ্যাপক শামসুজ্জামান খান বাংলা সাহিত্যে যে অসামান্য অবদান রেখে গেছেন তা বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতি তাকে গভীর শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করবে চিরকাল।’

এ সময় ডিআইজি হাবিবুর রহমান মরহুমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শামসুজ্জামান খান বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

অধ্যাপক শামসুজ্জামানের জন্ম ১৯৪০ সালে মানিকগঞ্জ জেলায়। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার,একুশে পদক, স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন । ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: