ঢাকা জেলায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক মনিটরিংয়ে বিশেষ সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলার প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। থানা এলাকার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যে কোন ব্যক্তি যে কোন আইনগত সহায়তা পাবেন খুব সহজে এ সার্ভিস ডেস্ক থেকে।
জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম পিপিএম এর নির্দেশনায় ঢাকা জেলার প্রতিটি থানায় স্থাপিত নারী-শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর ঢাকা জেলার পুলিশ প্রশাসন। গতকাল উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন অফিসাররা।