টাঙ্গাইল জেলা পুলিশের মার্চ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম টাঙ্গাইল এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় এর সভা কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলা নিস্পত্তি, মামলা নিস্পত্তির সময়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে টাঙ্গাইল জেলা পুলিশের করণীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মামলা নিস্পত্তির ক্ষেত্রে সিডিএমএস এর মতআধুনিক সফটওয়্যার ব্যবহার বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার টাঙ্গাইল। উক্ত সভায় টাঙ্গাইল জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশের উধ্বর্তন অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।