নরসিংদীতে সিভিল স্টাফদের উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

মাহে রমজানের প্রাক্কালে জেলা পুলিশ নরসিংদীতে কর্মরত ২৫ জন সিভিল স্টাফের হাতে শুভেচ্ছা স্বরূপ উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
গতকাল পুলিশ লাইনস্ ড্রীল শেডে শুভেচ্ছা সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত ও ফাঁড়ির ইনচার্জবৃন্দ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সিভিল স্টাফগণ এমন উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিবেদন করেন।