পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

গতকাল সোম পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান । কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান-পিপিএম-সেবাসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যবৃন্দ। সভা শেষে জেলা পুলিশ পিরোজপুর আয়োজিত পুলিশ কো- অপারেটিভ সোসাইটি গঠন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।