শ্রীনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল মোমেন

মুন্সীগঞ্জ এর পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম গতকাল শ্রীনগর থানা পরিদর্শন করেন। বার্ষিক পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে সালামী গ্রহণ ও সালামী প্যারেড পরিদর্শন করেন। অতঃপর থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ করনসহ বিভাগীয় নিয়ম পালনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।
এছাড়াও থানায় নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন এবং থানায় আগত সেবাপ্রার্থীদের যথাযথ সেবা প্রদান এবং পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শ্রীনগর সার্কেল, অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূ্ঞা শ্রীনগর থানা, মুন্সীগঞ্জ সহ থানায় কর্মরত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।