আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী করোনা আক্রান্ত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মজিদ আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) বিভাগীয় পুলিশ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
মো. মজিদ আলী ১৮তম বিসিএস পুলিশ কর্মকর্তা। কিছু দিন আগেই তিনি আরএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।
গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) করোনা পজিটিভ হওয়ার পর তাকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে রেফার্ড করা হয়। শুক্রবার (৯ এপ্রিল) মজিদ আলীকে রাজশাহী থেকে ঢাকা নিয়ে যাওয়া হয়। তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হবে। আপাতত সেখানেই চিকিৎসা নেবেন তিনি।