শিরোনাম

South east bank ad

ক‌রোনামু‌ক্ত হয়ে সবাইকে ধন্যবাদ জানালেন পুলিশ কর্মকর্তা মোশতাক আহ‌মেদ

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ক‌রোনামু‌ক্ত হয়ে সবাইকে ধন্যবাদ জানালেন পুলিশ কর্মকর্তা মোশতাক আহ‌মেদ

ক‌রোনামু‌ক্ত হয়েছেন এডিশনাল অতিরিক্ত ডিআইজি মোশতাক আহ‌মেদ। মোশতাক আহ‌মেদ ক‌রোনামু‌ক্ত হয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে স্টাটাস দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তিনি তার লিখেন:-
মহান আল্লাহতালার অ‌শেষ কৃপায় আজ ক‌রোনামুক্ত হলাম। কৃতজ্ঞতা পু‌লিশ হাসপাতা‌লের প‌রিচালক ডিআই‌জি ডক্টর হাসানুল হায়দার স্যারসহ পু‌লিশ হাসপাতা‌লের সকল কর্মকর্তা, ডাক্তার, নার্স, প‌রিচ্ছন্নতাকর্মী, সেবকসহ সক‌লের প্র‌তি তা‌দের অসাধারণ সেবার জন্য। আশা কর‌ছি আগামীকাল প‌রিবা‌রের অন্য সবাই ক‌রোনামুক্ত হ‌বে, দোয়া কর‌বেন। অসুস্থতার সময় শুভাকাঙ্খী যারা সর্বদা খোজখবর নি‌য়ে‌ছেন, দোয়া ক‌রে‌ছেন, সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন, পা‌শে থে‌কে‌ছেন তা‌দের প্র‌ত্যে‌কের প্র‌তি প্রকাশ কর‌ছি বি‌শেষ কৃতজ্ঞতা ও আন্ত‌রিক ধন্যবাদ। করোনামুক্ত হোক এই পৃ‌থিবী।

-- অতিরিক্ত ডিআইজি মোস্তাক আহ‌মেদ এর ফেসবুক থেকে নেয়া।)--

BBS cable ad

পুলিশ এর আরও খবর: