শরীয়তপুর পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের "বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি"

মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানে করোনার বিরুদ্ধে শরীয়তপুর পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের "বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি"
"মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এই প্রতিপাদ্যে মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানে করোনার বিরুদ্ধে শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এঁর নির্দেশক্রমে গতকাল (৩০/০৩/২০২১) খ্রিঃ তারিখে জেলার সকল থানা এলাকায় থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তাগণ কর্তৃক বিভিন্ন এলাকায় জনসাধারনের মাঝে মাস্ক বিতরনসহ সকলকে সচেতন করা হয়।
এ সময় জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন সকল থানার অফিসার ইনচার্জগণসহ ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।