শহীদদের পুষ্পস্তবক অর্পন করলেন রাজবাড়ীর পুলিশ সুপারের

গতকাল (২৬শে মার্চ) সকাল ০৮:০০ মিনিটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু চত্তরে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, লোকোশেড বদ্ধভূমি, রাজবাড়ীতে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান রাজবাড়ী। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে জতীয় পতাকা উত্তোলন সমাবেশ ও কুচকাওয়াজ জাতীয় সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অপরাধ)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।