রংপুরে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ , ক্রীড়া প্রতিযোগিতা এবং মাঠ সজ্জা অনুষ্ঠিত

স্বাধীনতার পর বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ির’ দেশ আখ্যা দেয়া হয়েছিল। স্বাধীনতার ৫০ বছরে এসে দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। এই প্রাপ্তি নিয়েই এবার জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। তারই ধারাবাহিকতায় আজ ২৬শে মার্চ সকাল ০৮.০০ ঘটিকায় রংপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা এবং মাঠ সজ্জা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর ।
এছারাও আরো উপস্থিত ছিলেন সকর উপ-পুলিশ কমিশনার, অতি:উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ।
``স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এ দিনটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরও। এবার তাই উদযাপনেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এর সাথে আর একটি নতুন পালক যোগ হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ।
মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা যোগ্যতা নির্ধারণের তিনটি সূচকের ২০১৮ ও ২০২১ সালের মূল্যায়নে মান অর্জন করায় এলডিসি থেকে উত্তরণের সুপারিশ পায় বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) সম্প্রতি এ সুপারিশ করেছে।
বাংলাদেশের এলডিসি উত্তরণের সুপারিশ করার এই ঘটনাকে বাংলাদেশের জন্য বড় অর্জন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, “বাংলাদেশ ২০২১ সালে স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। এই মহান উৎসব উদযাপনের লক্ষ্যে, আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত এবং একটি মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে চাই যাতে কেউ আমাদেরকে দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ হিসেবে উল্লেখ করে অবহেলা করতে না পারে।”