যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা পুলিশের জাতীয় গণহত্যা দিবস, ২০২১ পালিত

আজ ২৫ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে এবং ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও বিশ্বসভ্যতার অন্যতম জঘন্য গণহত্যার সূচনা করে।
বাঙালি জাতির গভীর শোকের এ দিবসটিতে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব সঞ্জিত কুমার রায়, বিপিএম, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য উধ্বর্তন অফিসারবৃন্দ।