শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার

আজ ২৬ মার্চ ২০২১ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ০৬.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক রাজশাহী কোর্ট চত্বর শহীদ স্মৃতিস্তম্ভে ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের বিদেহী আত্মার মাগফেরাতে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার রাজশাহী পুলিশ লাইন্স গণকবরে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধারের আত্মার মাগফেরাতে নিরবতা পালন ও দোয়া করেন। এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উ্রর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।