চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন। পরিদর্শন শেষে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব এর সভাপতিত্বে আয়োজিত উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন (বিপিএম) পিপিএম রাজশাহী রেঞ্জ।
ডি আইজি এই কল্যাণ সভায় সকল র্যাংকের পুলিশ সদস্যদের মৌখিক আবেদন শোনেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে ডিআইজি বিকাল চাঁপাইনবাবগঞ্জ টাউন হলে " বিট পুলিশিং সমাবেশ" এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।