জনসাধারনের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে ঢাকা জেলা পুলিশ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে

কোভিড -১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশ এক যোগে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তার প্রেক্ষিতে ঢাকা জেলা পুলিশ “ মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসাধারনের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম পুলিশ সুপার , ঢাকা জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন। এ ছাড়া যানবাহনে মাস্ক পরা নিশ্চিত করতে বিভিন্ন পরিবহনের ড্রাইভার, হেলপার ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ নাসিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর সহ ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গতকাল একযোগে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ০৭ টি থানায় প্রায় ৩০,০০০ মাস্ক বিতরন করা হয়। এ কার্যক্রম চলমান থাকবে।