শিরোনাম

South east bank ad

করোনা মুক্ত হলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ

 প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

করোনা মুক্ত হলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ

সিমা বেগম ভোলাঃ

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদ করোনা মুক্ত হয়েছেন।

তিনি দীর্ঘদিন ঢাকায় পুলিশ লাইন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

রবিবার তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে এই মানবাতাবাদি মানুষটির।

বৃহস্পতিবার ৪মার্চ সকালে ভোলা সদর হাসপাতালে,নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়, এবং করোনা পজিটিভ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার ৫মার্চ অ্যাম্বুলেন্সে ঢাকার পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এর আগে কয়েকদিন বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। আজ তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

ভোলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, আবুল কালাম আজাদ দুই মাস ঢাকায় পুলিশ লাইনে ট্রেনিংয়ে ছিলেন। ট্রেনিং শেষে ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচনে দায়িত্বপালন করেন।

এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভোলায় কর্মরত সকল অফিসারসহ ভোলার সাধারন মানুষ। এই মানবাতবাদি নিবেদিতপ্রাণ আদর্শ পুলিশ সুপারের করোনা মুক্তিতে জেলার সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: