ভোলা জেলা পুলিশের আয়োজনে "মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ"

আজ (২১ মার্চ) রবিবার ১০.৩০ ঘটিকায় ভোলা জেলা পুলিশের আয়োজনে "মাস্ক পড়ার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা র্যালি বের করা হয়।
প্রচারণা র্যালিটি ভোলা পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে ভোলা সদর রোড প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ করে। এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মাস্ক বিহীন ব্যক্তিদের মাস্ক পরিয়ে দেন, লিফলেট বিতরণ করেন এবং করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরিধান করা ও স্বাস্থবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানান।
একই দিনে ১১.৩০ ঘটিকায় ভোলা জেলা পুলিশের আয়োজনে “মাস্কবিহীন যাত্রী গণপরিবহনে ভ্রমণ করবেন না” এ সক্রান্তে বাস ও মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকদের নিয়ে ভোলা বাসস্ট্যান্ডে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার বলেন বাংলাদেশে করোনা সংক্রমণের এক বছর পার হয়েছে। আমরা বর্তমানে করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সফল উদ্যোগ ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং দেশের জনগণের সার্বিক সহযোগিতায় আমরা করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি। করোনা মোকাবেলায় যে ৮টি দেশ সাফল্য দেখিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।