করোনার বিরুদ্ধে "বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি" পরিচালনা করলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

গ্রীষ্মের শুরু থেকে আবার বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী Covid 19 ভাইরাসে সংক্রমণের হার। কিছুদিন ধরেই দেশে এই ভাইরাস দ্বারা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উর্ধ্বমুখী। দেশ ও মানুষের এই সংকট মোকাবেলায় সবার প্রথমে প্রয়োজন সচেতনতা।চলমান এই অতিমারী মোকাবেলায়, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে, দেশব্যাপী করোনার বিরুদ্ধে "বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি" হাতে নিয়েছে বাংলাদেশ পুলিশ।
তারই অংশ হিসেবে আজ ২১ মার্চ, ২০২১ খ্রিঃ তারিখে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন পুলিশ সুপার, টাঙ্গাইল, জনাব সঞ্জিত কুমার রায়, বিপিএম। এ সময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য উধ্বর্তন অফিসারবৃন্দ ।