পটুয়াখালী জেলা পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

৯ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকায় পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক,কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগন ও ইনচার্জগন অংশগ্রহণ করেন। উপস্থিত সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার তৎক্ষণাৎ সমাধান প্রদান করেন। সভায় পিআরএল গমনকারী ০৪ জন পুলিশ সদস্য ও ০১ জন সিভিল স্টাফকে শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। অতঃপর পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক শ্রদ্ধাভাজন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় কর্তৃক প্রদত্ত মূল্যবান দিকনির্দেশনা সমূহ তুলে ধরেন।
দুপুর ১২.০০ ঘটিকা হতে সন্ধ্যা ১৮.০০ ঘটিকা পর্যন্ত পুলিশ অফিস সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি/২০২১ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় গত মাসে রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।