শিরোনাম

South east bank ad

সবাইকে ঐক্যবদ্ধভাবে নারীদের অধিকার নিশ্চিতে ভূমিকা রাখতে হবে: এসপি বিপ্লব সরকার

 প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

সবাইকে ঐক্যবদ্ধভাবে নারীদের অধিকার নিশ্চিতে ভূমিকা রাখতে হবে: এসপি বিপ্লব সরকার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান (০৮ মার্চ ) সকাল ১১ টায় টাউন হল, রংপুরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আসিফ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম পুলিশ সুপার রংপুর।

নারী দিবস অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন, সঠিক নীতি গ্রহণের কারণে নারীর উন্নয়নে বাংলাদেশ অনেক অগ্রসর হয়েছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্বে, এমনকি ব্যবসা-বাণিজ্যে নারীরা আর পিছিয়ে নেই। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে। নারী-পুরুষের সমতা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। বাস্তবতা হলো, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় আমরা নারীদের কেবল বিনা পারিশ্রমিকের গৃহকর্ম, পরিবার সদস্যদের সেবা ও সন্তান উৎপাদনেই বেশি ব্যস্ত রাখি। এর বাইরে অন্যান্য ক্ষেত্রে নারীর অংশগ্রহণের বিরুদ্ধে নানান বাধার সৃষ্টি করা হয়। সামাজিকভাবে নারীদের সমান হয়ে ওঠার অনুকূল সামাজিক পরিবেশ তৈরি করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: