সাংবাদিকদের সাথে কুষ্টিয়া জেলা পুলিশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

২ মার্চ’২০২১ খ্রিঃ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া’র উপস্থিতিতে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ‘ওপেন হাউজ ডে’ এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এ বিষয়ে সাংবাদিকগণের অগ্রণী ভূমিকা রয়েছে মর্মে মত প্রকাশ করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে স্বচ্ছ এবং সকল প্রকার প্রভাবমুক্ত থেকে সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় নির্ভেজাল পুলিশী সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া।