ঢাকা রেঞ্জের জানুয়ারি/২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জাধীন সকল জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রেঞ্জের জানুয়ারি/২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, চুরি, গণধর্ষণ মামলার বিবরণী ও সর্বশেষ অগ্রগতি এবং মূলতবী মামলা, অপমৃত্যু মামলা, মূলতবী গ্রেফতারী পরোয়ানা পরিসংখ্যান, সিডিএমএস এর সর্বশেষ অগ্রগতি, পিআরএল, পাসপোর্ট পরিদর্শন বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় । উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এবং সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা।

উক্ত ভিডিও কনফারেন্সে টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ছিলেন জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম পুলিশ সুপার, টাঙ্গাইল সহ জেলা পুলিশের অন্যান্য উধ্বর্তন অফিসারবৃন্দ।