শিরোনাম

South east bank ad

অসহায় লাকি খাতুন এর ছেলে সবুজ’কে ঔষধ প্রদান করলেন মানিবক পুলিশ সুপার, চুয়াডাঙ্গা

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

অসহায় লাকি খাতুন এর ছেলে সবুজ’কে ঔষধ প্রদান করলেন মানিবক পুলিশ সুপার, চুয়াডাঙ্গা

বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। তারই অংশ হিসেবে মানবিক পুলিশ সুপার খ্যাত জনাব, মোঃ জাহিদুল ইসলাম সামাজিক দায়বদ্ধতা থেকে একের পর এক গণমুখী কার্যক্রম গ্রহণ করছেন।

প্রতিদিন পুলিশ সুপার চুয়াডাঙ্গার কার্যালয়ে ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন নানা শ্রেনী পেশার বিভিন্ন বয়সী মানুষ। লাকি খাতুন (৪৫) তাদেরই একজন। পুলিশের মানবিকতাই তাকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত টেনে নিয়ে এসেছে। অশ্রুসিক্ত নয়নে পুলিশ সুপারের সামনে হাজির হয়ে তিনি তার মনের কষ্ট ও আর্থিক অভাবে ছেলের চিকিৎসা খরচ বহনে ব্যর্থতার কথা জানান। পুলিশ সুপার অত্যন্ত আন্তরিকতার সাথে শোনেন তার দুঃখ-কষ্টের কথা। লাকি খাতুন ও তার ছেলে মোঃ সবুজ তাদের মনের কথা পুলিশ সুপারের কাছে বলতে পারায় তাদের দু”চোখ দিয়ে পরিতৃপ্তির অশ্রু ঝরে পড়ে। মানবিক পুলিশ সুপার তাদেরকে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। তিনি আরো আশ্বস্ত করেন চুয়াডাঙ্গা বাসীর যেকোন প্রয়োজনে পুলিশ সুপারের দুয়ার ২৪ ঘন্টা খোলা আছে।

পুলিশ সুপার চুয়াডাঙ্গা বলেন, সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: