শিরোনাম

South east bank ad

টিকা নিলেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

টিকা নিলেন ডিএমপির  গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম-সেবা টিকা নিয়েছেন। টিকা নেয়ার পর তিনি বলেন করোনাকালের সুচনালগ্নে সম্মুখযোদ্ধা হিসেবে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকি নিয়েও সংক্রমণ প্রতিরোধে ব্রতী হয়েছিলাম।

কর্মহীন নিম্ন আয়ের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা হাত পাততে পারেন না এরকম প্রায় ৩০ হাজার পরিবারের বাসায় খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি।

করোনাভাইরাস আক্রান্তদের হাসপাতালে পাঠানো, লকডাউন-কোয়ারেন্টিন নিশ্চিত, মৃত রোগীদের সৎকার ব্যবস্থাকরণে গুলশান বিভাগের প্রিয় সহযোদ্ধাদের নিয়ে আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা নিয়ে নিবেদিত ছিলাম।

ইতোমধ্যে গুলশান বিভাগের ১৩৫ জন সদস্য কোভিড আক্রান্ত হয়েছেন, ২ জন সহকর্মী সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। নিজেও কোভিড আক্রান্ত হয়েছি।কিন্তু আমরা একদিনের জন্যও কর্তব্যে বিচলিত হইনি।

আজ কোভিড প্রতিরোধী টিকা গ্রহণ করে নূতন করে উদ্বুদ্ধ, আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত হয়েছি।

সকৃতজ্ঞ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী - সবার জন্য টিকার ব্যবস্থার জন্য।

কুর্নিশ জানাই মহীয়সী ড. সারা গিলবার্টকে- অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকা টিকা উদ্ভাবনের জন্য।

ধন্যবাদ সিরাম ইনস্টিটিউট - কোভিশিল্ড টিকা প্রস্তুত ও সহজলভ্য করার জন্য।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: