আবারও মানবিকতার পরিচয় দিলেন পুলিশ সুপার যশোর

সম্ভবত সারা দেশে তিনিই প্রথম ব্যক্তি যে কিনা সহকর্মীর পিআরএল (অবসর) যাওয়ার বেলা সুসজ্জিত গাড়িতে করে আনুষ্ঠানিকতার সাথে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার রীতি চালু করেন। যা সর্বমহলে পেয়েছে গ্রহণ যোগ্যতা।
নিজ ইউনিটে কর্মরত সহকর্মীর পিআরএল (অবসর) বেলা আনুষ্ঠানিকতার সাথে বিদায় এটা যশোর জেলা পুলিশের ধারাবাহিক নিয়ম হয়ে গেছে ইতিমধ্য।
তারই ধারাবাহিকতায় ২৫শে জানুয়ারী দুপুর ১৩.৩০ ঘটিকায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে সহকর্মীকে (সিভিল স্টাফ) বিদায় জানান যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম।
বিদায়ের এক পর্যায় পুলিশ সুপার সদ্য বিদায়ী সিভিল স্টাফ জনাব কাওসার আলীর কাছে জানতে চান কেন তিনি সেচ্ছায় অবসরে যাচ্ছেন, জবাবে কাওসার আলী বলেন আমি অনেক দিন ধরে অসুস্থ্য ছিলাম বিধায় অবসরে যাওয়ার আবেদন করি এবং সেটা কার্যকর হয়েছে কিন্তু আমি এখন সম্পূর্ণ সুস্থ্য হয়ে গেছি। পুলিশ সুপার তখন তাকে বলেন আপনি কি এখন চাকুরী করতে পারবেন এবং ইচ্ছুক কিনা? জবাবে তিনি বলেন জ্বি স্যার আমি পারব। তখন পুলিশ সুপার নির্দেশ প্রদান করেন তাকে পুনরায় চাকুরীতে রাখা যায় কিনা খতিয়ে দেখতে।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ অপূ সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), যশোর সহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
