শিমুল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন মূল হত্যাকারীসহ গ্রেফতার-০৫

১৬/০১/২০২১খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭:৩৯ ঘটিকার সময় এজাহার ভূক্ত ০২নং আসামী অমিত গোলদার তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৯১৩-০৩৯০৫৭ থেকে ভাঙ্গুরা ডিগ্রী কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র শিমুলের মোবাইল নাম্বার ০১৭৩২-৯২২৩৩৩ -এ ফোন করে রঘুরামপুর মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য ডেকে নিয়ে যায়। পরের দিন ইং ১৭/০১/২০২১ খ্রিঃ তারিখে বাঘারপাড়া থানাধীন রঘুরামপুর গ্রামস্থ বেজিগাড়া মাঠের মধ্যকার কাটা খালের পানির মধ্যে ভিকটিম শিমুল বিশ্বাসের মৃত দেহ পাওয়া যায়। এই ঘটনা সংক্রান্তে ভিকটিমের পিতা মুকুল বিশ্বাস(৫১), পিতা-মৃত দিলীপ বিশ্বাস, সাং-দোগাছি, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর থানায় একটি এজাহার দাখিল করিলে বাঘারপাড়া থানার মামলা নং-১১, তারিখ-১৮/০১/২০২১ ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।
ঘটনাটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম সংশ্লিষ্ট থানা পুলিশসহ যশোর জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) কঠোর নির্দেশনা প্রদান করেন।
গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ
সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম, এর দিক-নির্দেশনায় জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, জেলা বিশেষ শাখা (ডিএসবি), যশোর এবং জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর গণের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে, এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম, এসআই(নিঃ)/ মোঃ শামীম হোসেন, এএসআই (নিঃ)/ মোঃ আবেদুর রহমান সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম এবং বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব ফিরোজ উদ্দীন এর নেতৃত্বে বাঘারপাড়া থানা পুলিশ যৌথভাবে তদন্তে নেমে গোপন তথ্যের ভিত্তিতে ইং ১৮/০১/২০২১খ্রিঃ তারিখ রাত ২১:১০ ঘটিকার সময় বাঘারপাড়া থানাধীন দোগাছি সাকিনে অভিযান পরিচালনা করে হত্যায় জড়িত এজাহার ভূক্ত ০১নং আসামী সৌমিত্র গোলদার ও ০২নং আসামী অমিত গোলদার(২২), উভয় পিতা-নিমাই গোলদার, মাতা-অর্পনা গোলদার, সাং-দোগাছি, থানা-বাঘারপাড়া, জেলা-যশোরকে আটক করে জিজ্ঞাসাবাদে আসামী অমিত গোলদার হত্যার দায় স্বীকার করে।
আসামী অমিত গোলদারের মোবাইল ফোন জব্দ করা হয়।
হত্যার কারণঃ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, হত্যায় জড়িত এজাহার ভূক্ত ০২নং ধৃত আসামী অমিত গোলদার(২২), পিতা-নিমাই গোলদার, মাতা-অর্পনা গোলদার, সাং-দোগাছি, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর অত্র মামলার ভিকটিমকে মোবাইল ফোনে ডেকে নিয়ে রঘুরামপুর মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়।
অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে ভিকটিমের সাথে আসামী অমিত গোলদারের পূর্বের বিভিন্ন ইস্যু নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধৃত আসামী ভিকটিমকে গলায় হাত দিয়ে শ্বাসরোধ করতঃ হত্যা করে বাঘারপাড়া থানাধীন রঘুরামপুর গ্রামস্থ বেজিগাড়া মাঠের মধ্যকার কাটাখালে লাশ গুম করার জন্য পানির মধ্যে ফেলে বাড়ীতে চলে যায়।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১। সৌমিত্র গোলদার (২০), পিতা-নিমাই গোলদার, মাতা-অর্পনা গোলদার, সাং-দোগাছি, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর।
২।অমিত গোলদার(২২), পিতা-নিমাই গোলদার, মাতা-অর্পনা গোলদার, সাং-দোগাছি, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর।
৩।লক্ষীকান্ত গোলদার(৪০),পিতা-পাগল চন্দ্র গোলদার, সাং-দোগাছি, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর।
৪।কৃষ্ণপদ বিশ্বাস (৫০),পিতা-মৃতজগবন্ধুবিশ্বাস, সাং-দোগাছি, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর।
৫।কৃষ্ণ বিশ্বাস (২৭),পিতা-রামবিশ্বাস, সাং-দোগাছি, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর।

