শিরোনাম

South east bank ad

জন-অংশীদারিত্বমূলক পুলিশী ব্যবস্থার পথিকৃৎ টিম গুলশানের এক উৎসবমুখর দিন

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

জন-অংশীদারিত্বমূলক পুলিশী ব্যবস্থার পথিকৃৎ টিম গুলশানের এক উৎসবমুখর দিন

জন-অংশীদারিত্বমূলক পুলিশী ব্যবস্থার পথিকৃৎ টিম গুলশানের সকল সদস্য এই সত্তার অবিচ্ছেদ্য অংশ।সকল সদস্যের ক্ষুদ্র ক্ষুদ্র আত্মত্যাগেই পূর্ণ, প্রাসঙ্গিক, প্রত্যাশিত, স্বীকৃত রূপ নিয়েছে এই গুলশান বিভাগ।কোভিড অতিমারিকালীন টিম গুলশানের গর্বিত সদস্যগণ জীবন বাজি রেখে মানুষের পাশে সর্বোচ্চ শক্তি, ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে নিজেদের উজাড় করে বিলিয়ে দিয়েছে।পাশাপাশি অপরাধ নির্মূল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণেও ছিল কার্যকর, আন্তরিক, দৃঢ়প্রত্যয়ী।
টিম গুলশানের গর্বিত সদস্যদের মানবিক ও পেশাদারি ভূমিকাকে সম্মাননা ও স্বীকৃতি জানানোর জন্যই গুলশান বিভাগে কর্মরত নিয়মিত পুলিশ সদস্য, পরিবহন গাড়িচালক, বেতারচালক, সিভিল সদস্য ও আনসার সদস্যদের সমন্বয়ে সম্প্রতি ১০০ ফিট সংলগ্ন সেফ'স টেবিল কোর্টসাইডে প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় র‍্যাফেল ড্র, গিফট হ্যাম্পার ও প্রীতিভোজের আয়োজনে সবার জন্য একটি মনোরম দিবস উপহার দেয়া হয়। কোভিড স্বাস্থ্যবিধি অনুসরণে অনুষ্ঠানস্থলে প্রতিনিধিত্বমূলক ও সীমিত উপস্থিতি নির্ধারণ করা হয়।
সবার সক্রিয় অংশগ্রহণে এই দিনটি সত্যিই হয়ে উঠেছিল আনন্দঘন, মনোরম, উৎসবমুখর। সহকর্মীদের নিয়ে এ ধরণের আয়োজন সবার মধ্যে মেলবন্ধন সৃষ্টি ও কর্মে অনুপ্রেরণা যোগাতে পাথেয় হয়ে থাকবে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: