টীম পটুয়াখালীর সাফল্য
বরিশাল রেঞ্জ পুলিশের সুযোগ্য কর্ণধার জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল এর সভাপতিত্বে রেঞ্জ অফিসে ০৬ জানুঃ ২০২১খ্রিঃ ত্রৈমাসিক/২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নভেম্বর ও ডিসেম্বর ২০২০ মাসের গুরুত্বপূর্ণ পার্ফম্যান্সের ভিত্তিতে রেঞ্জের বিভিন্ন অফিসারগনকে স্বীকৃতি তথা পুরস্কার প্রদান করা হয়।নভেম্বর ও ডিসেম্বর ২০২০ দুই মাসে বরিশাল রেঞ্জে প্রদত্ত ০৮ টি পুরস্কারের মধ্যে ০৩টি পুরস্কারই জেলা পুলিশ পটুয়াখালী অর্জন করে। তুলনামূলক অসাধারন ও ব্যতিক্রমধর্মী অবদানের জন্য নভেম্বর ২০২০ মাসে শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে পুরস্কৃত হন এসআই নজরুল ইসলাম এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন দুমকি থানার এসআই সঞ্জীব কুমার। পক্ষান্তরে ডিসেম্বর ২০২০ মাসে মামলার ক্রাইমসিন ও সাক্ষ্য প্রমান সংরক্ষন এবং ডিজিটালাইজেশন সংক্রান্তে শ্রেষ্ঠত্ব অর্জন করেন অফিসার ইনচার্জ, কলাপাড়া থানা, খন্দকার মোস্তাফিজুর রহমান।
টীম পটুয়াখালীর এ গৌরবময় ধারাবাহিকতা বরাবরের মতই অব্যাহত রাখার জন্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান, পিপিএম সদাসর্বদা যথাযথ নেতৃত্ব দিয়ে থাকেন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় মোটিভেশন ও দিকনির্দেশনা প্রদান অব্যাহত রয়েছে।
