সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত নেশা জাতীয় মাদক ট্যাপেন্টাডলসহ ০১ (এক) জন ব্যক্তি গ্রেফতার
গত ১৩/১০/২০২০ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে ডিসি ডিবি জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায়, এডিসি (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে, এসি (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ, ইন্সপেক্টর (নিঃ) জনাব মোঃ সামিউল আলম, জনাব এ বি এম ফিরোজ ওয়াহিদ, এস আই(নিঃ) গোলাম মোর্শেদ, এসআই বাবুল ইসলাম, এসআই নাজমুল ইসলাম, এসআই তছলিম উদ্দিন আহমেদ, এসআই(নিঃ) আতিয়ার রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কোতোয়ালি থানাধীন ২৭ নং ওয়ার্ডস্থ স্টেশন বাজার, সিদ্দিকিয়া জামে মসজিদ এর বিপরীতে সজীব ড্রাগ হাউজ নামক ফার্মেসিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সজীব ড্রাগ হাউজ ফার্মেসি হতে গ্রেফতারকৃত আসামী মোঃ মমিনুল ইসলাম সজীব (৩২), পিতা- মোঃ আনোয়ারুল ইসলাম, সাং- রবার্টসনগঞ্জ, ওয়াড- ২০, বাসা ৯৩, রোড-২ থানা- কোতোয়ালি, আরপিএমপি, রংপুর এর হেফাজত হতে সরকার কর্তৃক ঘোষিত নেশা জাতীয় মাদক ট্যাপেন্টাডল ৭২ পিস জব্দতালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিসহ এ ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে আরএমপি কোতোয়ালি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


