দায়িত্ব পালনকালে শারীরিক শক্তি নয়, আইনী সক্ষমতাকে কাজে লাগাতে হবে: পুলিশ সুপার রংপুর
বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম রংপুরে সেপ্টম্বর/২০২০ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ আরমান হোসেন, পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, সি-সার্কেল, রংপুর এর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধুর আদর্শের পুলিশ, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার, রংপুর।
মাসিক কল্যাণ সভার শুরুতেই পুলিশ সুপার, রংপুর সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কল্যাণ সভা শুরু করেন। পুলিশ সুপার, রংপুর মাসিক কল্যাণ সভায় বলেন, আমরা হতে চাই স্বপ্নের পুলিশ। পুলিশে পরিবর্তনের যে হাওয়া লেগেছে-তা বজায় রাখার আহ্বান জানিয়ে পুলিশ সুপার, রংপুর বলেন, পুলিশ বদলে গেছে’ ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশের উন্নত পুলিশ হতে চাই। সেই অনুপ্রেরণা নিয়ে এগোতে চাই আমরা।
পুলিশ সুপার উক্ত কল্যাণ সভায়, সকল পুলিশ সদস্যদের উদ্যেশে বলেন প্রচলিত ধারা থেকে বেড়িয়ে বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে চাই। জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বিট পুলিশিংয়ের বিকল্প নাই। বাংলাদেশ পুলিশের আইজিপি'র নির্দেশনা বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে তৎপর থাকতে হবে। প্রত্যেক থানায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। এখন থেকে জনগন পুলিশের কাছে আসবেনা বরং পুলিশ প্রত্যেক জনগনের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা সমাধান করে আসবে।মহামারি করোনা ভাইরাসে জনগনের সেবা করে পুলিশ যে সুনাম কুড়িয়েছে এ সুনাম কে কাজে লাগিয়ে পুলিশকে জনগনের পুলিশে পরিনত হতে হবে।
পুলিশ সুপার রংপুর আরও বলেন, পুলিশের কোন সদস্য অবৈধ ভাবে অর্থ উপার্জন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। মাদক মুক্ত দেশ গড়তে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে। আমরা নিজেরা পরিশুদ্ধ হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্য দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার যে নিরন্তর প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন তার সে চেস্টা সফল ও সার্থক হবে। আমাদের এ দেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও মর্যাদা সম্পন্ন মডেল রাষ্ট্রে পরিনত হবে।
সেপ্টেম্বর ২০২০ মাসের, মাসিক কল্যাণ সভায় বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স, তাদের দাবি পেশ করেন এবং তাদের সকল সমস্যা সভাপতি শুনেন ও সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।
রংপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যান সভায় উপস্থিত ছিলেন, জনাব মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রংপুর। জনাব মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) রংপুর, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, জনাব মোঃ আশরাফুল আলম পলাশ, সহকারী পুলিশ সুপার (এসএএফ) রংপুর। জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলম, এবং জনাব মোঃ আঃ ওয়াহেদ (আরওআই) রিজার্ভ অফিস, রংপুর জেলার আটটি থানার অফিসার ইনচার্জ গণসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।


