শিরোনাম

South east bank ad

নাটোরে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পুলিশের

 প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

নাটোর জেলা পুলিশের দল সিংড়া উপজেলার শতাধিক বন্যা পীড়িত পরিবারের মধ্যে গতকাল শনিবার দিনভর খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল খাদ্য সামগ্রী নিয়ে স্পিডবোটে সিংড়ার শেরকোল ইউনিয়নের জোড়মলি­কা, ভাগনগরকান্দি এবং পৌরসভার মশিন্দা ও পরানহাটি এলাকায় যায়। তারা বাড়ি বাড়ি গিয়ে দুর্গত পরিবারগুলোকে ১০ কেজি করে চাল দিয়ে আসে। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী নিয়ে যেমন ভাবে করোনায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছি, তেমনি বন্যা দুর্গতদের সঙ্গেও আমরা আছি। আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আজ ১০০ পরিবারকে চাল দিয়েছি। আগামী দিনে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রত্যেকের বাড়িত বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছি। বন্যার্তদের ত্রাণ বিতরণে নাটোরের পুলিশ সুপার ছাড়াও সিংড়া-গুরুদাসপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জামিল আকতার, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই আলম সিদ্দিকী প্রমুখ অংশ নেন।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: