শিরোনাম

South east bank ad

পরিবহন খাতে চাঁদাবাজি রোধে তৎপর ঢাকা জেলা পুলিশ

 প্রকাশ: ০৭ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দীর্ঘ ৬৭ দিন পর সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন সচল করার সময়োপযোগী সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন খাতে চাঁদাবাজি রোধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি এর নির্দেশনা মোতাবেক ঢাকা জেলা পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে। গত ১ জুন হতে গতকাল ৬ জুন পর্যন্ত পরিবহন খাতে চাঁদাবাজি সংক্রান্তে ঢাকা জেলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সংশোধনী) ২০১৯ এর ৪(১)/৫ ধারায় ৪৭ জনকে এজাহার নামীয় আসামী করে ও ২৪ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সর্বমোট ১০টি মামলা রুজু করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ ইতোমধ্যে রুজুকৃত মামলা সমূহের ৪৭ জন এজাহার নামীয় আসামী হতে ২৩ জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতদের আশুলীয়া থানাধীন নবীনগর ও বাইপাইল এলাকা, সাভার মডেল থানাধীন সাভার, আমিন বাজার ও অন্ধমার্কেট এলাকা, কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বছিলা ও আব্দুল্লাহপুর এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজি করার সময়ে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলাধীন ঢাকা-মাওয়া ও ঢাকা-আরিচা মহাসড়সহ সকল জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে পরিবহন খাতে চাঁদাবাজি রোধকল্পে বিশেষ চেকপোস্টসহ টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও ঢাকা জেলার সকল বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা স্ট্যান্ডে কিংবা সড়ক পথে চাঁদাবাজি রোধে বিশেষ নজর রাখাসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ঢাকা জেলার কোথাও যাতে পরিবহন খাতে কোন প্রকার চাঁদাবাজি না হয় সে ব্যপারে ঢাকা জেলা পুলিশ বদ্ধপরিকর। ঢাকা জেলার কোথাও পরিবহন খাতে কোন প্রকার চাঁদাবাজি পরিলক্ষিত হলে ঢাকা জেলা পুলিশ কঠোর অবস্থানে থেকে তাৎক্ষনিক ভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ অভিযান অব্যাহত রয়েছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: