শিরোনাম

South east bank ad

সিলেটের এসপির কার্যালয়সহ ১১ থানায় জীবাণুনাশক টানেল

 প্রকাশ: ০৩ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

সিলেট জেলা পুলিশের উদ্যোগে সোমবার জীবাণুনাশক টানেলটি চালু করা হয়। করোনাভাইরাস থেকে পুলিশ সদস্য এবং জনসাধারণকে সুরক্ষিত রাখার অংশ হিসেবে সিলেটের পুলিশ সুপার (এসপি) কার্যালয়সহ ১১টি থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের পরিকল্পনা ও উদ্যোগে সোমবার (০১ জুন) পুলিশ সুপার কার্যালয়সহ জেলার ১১ থানায় একযোগে স্বয়ংক্রিয় এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়। বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা তৈরিসহ হোম কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, আক্রান্তদের হাসপাতালে পাঠানোসহ নানা কাজ করছে সিলেট জেলা পুলিশ। এছাড়া লকডাউনের প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে পুলিশের নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। করোনাকালে পুলিশের এরকম মানবিক কাজ যেন পুলিশ সম্পর্কে মানুষের সব ধারণা বদলে দিয়েছে। মানুষের জন্য এসব কাজ করতে গিয়ে নিজের অজান্তে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেক পুলিশ সদস্য। সারা দেশে ইতোমধ্যেই পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাযুদ্ধে মারা গেছেন ১৫ জন পুলিশ সদস্য। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা পুলিশে কর্মরত অর্ধশতাধিক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন।আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসার পাশাপাশি অন্য সদস্যদের সুরক্ষিত রাখতে ইতোমধ্যে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে জেলা পুলিশ। পুলিশ সদস্যদের মনোবল চাঙা রাখতে কখনও পুলিশ সুপার নিজে, কিংবা অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত প্রত্যেকটি থানায় পুলিশ সদস্যদের ব্রিফ করছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন-সি সমৃদ্ধ ফল পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করছেন। অফিস, ব্যারাক পরিষ্কার রাখাসহ পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী বিতরণ করছেন পুলিশ কর্মকর্তরা। এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণকে সুরক্ষিত রাখাসহ পুলিশ সদস্যদের নিজেদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। জেলা পুলিশের উদ্যোগে ইতোমধ্যে পুলিশ সদস্যদের সুরক্ষিত রাখতে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, পুলিশের কাছে আগত সেবাপ্রত্যাশীদের সুরক্ষিত রাখার পাশাপাশি প্রত্যেক পুলিশ সদস্যকে সুরক্ষিত রাখতে প্রতি থানাসহ পুলিশ সুপার কার্যালয়ে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: