শিরোনাম

South east bank ad

গ্রাম পুলিশ সদস্যবৃন্দের হাতে ঈদ উপহার তুলে দিলেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া

 প্রকাশ: ২৪ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

আগামী কাল পবিত্র ঈদ-উল-ফিতর। প্রায় ০২ মাসের অধিক সময় করোনা সংকটের কবলে বাংলাদেশ। এই সংকটকালীন সময়ে বাংলাদেশ পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে জনগনের পাশে দাঁড়িয়েছে। কখনো করোনা রোগীদের সেবায়, কখনো মৃত ব্যক্তির সৎকারে । কখনো রাস্তা বা গাড়ী থেকে প্রসূতি মায়ের সাহায্যে, কখনো অভূক্ত মানুষের পাশে। দিন রাত অবিরাম এই পথচলা। আর এই সমস্ত কাজে পুলিশ বাহিনীকে প্রান্তিক পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে সহযোগিতা করছে গ্রাম পুলিশ। গ্রাম পুলিশের কর্মের স্বীকৃতি স্বরূপ আজ মোগলাবাজার থানা এলাকার ০৫টি ইউনিয়নের অর্ধ-শতাধিক গ্রাম পুলিশ সদস্যবৃন্দের মধ্যে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা উপহার প্রদান করেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ আখতার হোসেন এবং পুলিশ পুরিদর্শক (তদন্ত) মোঃ ছাহাবুল ইসলাম। IMG-20200524-WA0032 IMG-20200524-WA0034 IMG-20200524-WA0035
BBS cable ad

থানার কথা এর আরও খবর: