পুলিশ কর্মকর্তা এআইজি মনিরুজ্জামান এর মায়ের কবর জিয়ারত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিকরগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের কবর জিয়ারত করলেন স্বরাষ্ট্রমন্ত্রীপুলিশের এআইজি মনিরুজ্জামান বেল্টু'র মাতা এবং বিজিবির এডিজি ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান নয়নের বড় বোন মরহুমা সালেহা বেগমের কবর জিয়ারত করাসহ দোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
গতকাল যশোরের ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের এমপি এডভোকেট মনিরুল ইসলাম মনির, যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য্য, পুলিশের খুলনা বিভাগের ডি আই জি এস এম মনির উজ জামান, যশোরের এসপি আনিসুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও সহ সভাপতি বাদশা চৌধুরী, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব সাহাজাহান কবির, মনিরামপুর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, চৌগাছা পৌর মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেল, নাভারণ ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান আলীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক মন্ডলী।