শিরোনাম

South east bank ad

ওসিদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেন আইজিপি

 প্রকাশ: ০১ নভেম্বর ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

ওসিদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেন আইজিপি
সারাদেশের থানাগুলোয় অফিসার্স ইনচার্জ (ওসি) পদে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নিয়োগের এবিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হকের সঙ্গে দেখা করেছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। সোমবার সকালে তারা সাক্ষাৎ করেন। এ সময় ওসিদের দাবী মনে নেওয়ারও আশ্বাস দিয়ে আইজিপি বলেন, ওসি (ইন্সপেক্টর) এর দাবীর বিষয়ে স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে। ডিএমপির বেশ কয়েকজন ওসি বলেন, সকালে আমাদের দাবীর বিষয়ে আইজিপি স্যারের সঙ্গে দেখা করে কথা বলেছি। স্যার আমাদের দাবী মনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। ডিএমপির তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সারাদেশে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার সদস্য রয়েছে। এছাড়া এএসপি রয়েছে ৩ থেকে ৪ হাজার। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আগুন সন্ত্রাসের মোকাবিলায় মাঠপর্যায়ের পুলিশই ছিল। নিহতদের বেশিরভাগই মাঠপর্যায়ের (কনস্টেবল থেকে ইন্সপেক্টর) পুলিশ। সে হিসেবে থানার দায়িত্বে এএসপি না দেওয়াই ভালো বলে জানান তিনি। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার বলেন, সকালে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এ নিয়ে আইজিপির সঙ্গে দেখা করতে গিয়েছিল। সিনিয়র পর্যায় কথা হয়েছে। আইজিপি স্যার আশ্বাস দিয়েছে। পুলিশের ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক কর্মকর্তা জানান, হঠাৎ করে আবার থানার ওসির দায়িত্ব এএসপিদের দেওয়ার শোরগোল শুরু হয়েছে। এতে পুলিশ বাহিনীর চাকরির শুরুতে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত যেসব সদস্য ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন দেখে তারা কষ্ট পাবে। ইন্সপেক্টর হলে তারা থানার ওসির দায়িত্ব পাবেন এভাবে নিজেদের তৈরি করেন। স্বপ্ন দেখেন থানার ওসি মানে বড়কর্তা। এ অবস্থায় ওসির দায়িত্ব এএসপিদের দেওয়া হলে মাঠ পুলিশের সব স্বপ্ন ভেঙে যাবে।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: