শিরোনাম

South east bank ad

মাদারীপুরে সংঘর্ষে তিন পুলিশসহ আহত ১৫, অর্ধশত ঘরবাড়ি-দোকানপাট ভাংচুর ও লুটপাট: আটক ৮

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মাদারীপুরে সংঘর্ষে তিন পুলিশসহ আহত ১৫, অর্ধশত ঘরবাড়ি-দোকানপাট ভাংচুর ও লুটপাট: আটক ৮

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। শুক্রবার রাত ১০টার দিকে কালকিনি উপজেলা লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গেন্দু কাজী ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর সাথে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে ফজলুল হক বেপারী তার কর্মী-সমর্থকদের নিয়ে লক্ষ¥ীপুর বাজারে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে গেন্দু কাজীর লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজার ও পাশের অর্ধশত দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হয় অন্ত ১৫ জন। ঘটনার পর এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয়পক্ষই।

মাদারীপুরের কালকিনির খাসেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আল মামুন জানান, সংঘর্ষের ঘটনায় মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে। এই ঘটনায় ৮জনকে আটক করেছে পুলিশ।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: