১৩ জুয়ারী ও ২ মাদক ব্যবসায়ীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহে জুয়া খেলার সময় ১৩ জুয়ারী ও দুই মাদক ব্যবসায়ীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার হিরন পলাশিয়া থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কেফায়েত উল্লাহ (৩২), মো. শাফিউল ইসলাম (২১), মো. নজরুল ইসলাম (৪৩), মো. ফরহাদ মিয়া (২১), মো. হাবিবুর রহমান উজ্জল (৩৬), মো. মিজানুর রহমান মিজান (২০), মো. রাশেদুল ইসলাম (১৯), মো. ছানাউল্লাহ (২২), মো. আবু তাহের (২২), মো. মনিরুল ইসলাম মনির (২২), কাউছার হামিদ (২৮), মো. হারুন অর রশিদ হারুন (৩২), মো. গিয়াস উদ্দিন (৪৪)। গ্রেফতারকৃত অন্য দুই মাদক ব্যবসায়ী হলেন, রিয়া আক্তার (২২), জাহিদ হাসান অন্তর (২২)। তারা প্রত্যেকেই সদর উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।