শিরোনাম

South east bank ad

চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৫

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ৫

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):

জেলার চুনারুঘাট থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফের দিক নি‌র্দেশনায়,পৃথক স্থানে অভিযান চালিয়ে এসআই আবুবকর খান ও এসআই সম্রাটের নেতৃত্বে একদল পুলিশ ৩ জনকে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। গ্রেফতার কৃতরা হলেন: চানপুর এলাকার রঘুনাথ কর্মকারের ছেলে নুপুর কর্মকার (৩২), মৃত আনন্দ নায়েকের ছেলে লচমন নায়েক (২৭), আমু চাবাগান এলাকার সুর্য মহালীর ছেলে ঝন্টু মহালী(২৫)। একইসাথে দিবাগত রাতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে (২১ এপ্রিল) বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ এ তথ্য নিশ্চিত করেন। ওসি মো: আলী আশরাফ জানান, গ্রেফতারকৃত ৩ জন মাদক মামলার ও বাকী দুইজন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী । গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট থানার ইন্সপেক্টর ( তদন্ত) চম্পক দাম।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: