এতিম ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি নাহিম রাজ্জাক
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির পক্ষ থেকে এতিম শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে প্রায় আড়াই হাজার এতিম ও অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, এই শীতে আমাদের একটা কম্বলের খুব দরকার ছিল যা আমাদের এলাকার এমপি স্যার আমাদের দিয়েছেন, আমরা অনেক খুশি কোরআন পড়ে তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করবো।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মতুর্জা আল মুঈদ, ডামুড্যা উপজেলা আ'লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ গোলন্দাজ, সাবেক পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, আ,লীগ নেতা দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি বিএম সাত্তার,পৌরসভা আ,লীগের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু মাদবর,এমপি নাহিম রাজ্জাকের ব্যাক্তি গত সহকারী গোপাল মন্ডল,সাবেক ছাএলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাবেক ছাএলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝী,বর্তমান উপজেলা ছাএলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহাবুব আলম সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
