শিরোনাম

South east bank ad

বাগমারা উপজেলা আ’লীগ আগের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত: এমপি এনামুল

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে নব-গঠিত কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু।

কার্যকরী কমিটির সভায় আগামী ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, এটা কোন ব্যক্তির নির্বাচন নয়। এটা বাংলাদেশ আ’লীগের নির্বাচন। ভবানীগঞ্জ পৌর সভায় মেয়র আব্দুল মালেক মন্ডল আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। কাজেই আ’লীগের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এর জন্য দলীয় নেতৃবৃন্দকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। পাশাপাশি আওয়য়ামী লীগ সরকারের সময়ে যে ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়েছে তা উপস্থাপন করতে হবে। যা ইতোপূর্বে কখনও সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, বাগমারা উপজেলা আ’লীগ আগের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত। বাগমারা উপজেলা আ’লীগ একটি মডেল সংগঠন। তৃণমূল থেকে উপজেলা পর্যন্ত সকল সংগঠনের রেকর্ড আছে। সঠিক তথ্য নির্ভর ভাবে সংগঠনের গঠনতন্ত্র মেনে পরিচালিত হচ্ছে বাগমারা উপজেলা আওয়ামী লীগ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ- সভাপতি মতিউর রহমান, আয়েন উদ্দীন চেয়ারম্যান, রিয়াজ উদ্দীন হেডমাস্টার, আহসান হাবীব হেডমাস্টার, হারুন অর রশিদ, মরিয়ম বেগম, এ্যাডভোকেট আফতাব উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, চেয়ারম্যান আব্দুল হাকিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, শ্রম সম্পাদক ছাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান হেডমাস্টার। কার্যকরী কমিটির সদস্য আবু বাক্কার মৃধা মুনছুর, আসলাম আলী আসকান, সোলাইমান আলী হিরু, আকবর আলী, অধ্যক্ষ আজহারুল হক, আব্দুল হামিদ ফৌজদার, লুৎফর রহমান, এস.এম. এনামুল হক, আবুল কালাম আজাদ, সুরাৎ আলী, সাফিনুর নাহার, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান সোহাগ, শাহরিয়ার, জাফর আহমেদ শিমুল, জাহাঙ্গীর আলম বাদশা, বকুল হোসেন খরাদি, মিজানুর রহমান, আব্দুল মান্নান, হাছেন আলী, আখতারুজ্জামান বুলবুল, আতাউর রহমান, লোকমান আলী, রেজাউল হক, মোজাম্মেল হক, জাহিদুর রহমান মিঠু, জয়নাল আবেদিন প্রমুখ।

এছাড়াও উক্ত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সকল সদস্যকে দলীয় পরিচয়পত্র প্রদান করা হয়।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: