ধর্ম জনকল্যাণের মাধ্যম, রাজনীতির মাধ্যম নয়: আ জ ম নাছির উদ্দীন
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পৃথিবীতে মাত্র কয়েকটি দিনের জন্য আল্লাহতা’লা আমাদেরকে পাঠিয়েছেন। যাওয়ার সময় এখান থেকে কিছুই নিয়ে যেতে পারব না। তাই যতদিন পৃথিবীতে আছি ততদিন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে রাখা আমাদের পবিত্র দায়িত্ব। প্রত্যেক ধর্মেই মানব সেবার কথা বলা হয়েছে। মানবসেবাই প্রকৃত এবাদত বলা হয়েছে। ধর্মের মধ্য দিয়েই মানবতার জয়গানের নির্দেশনা দেয়া হয়েছে। অথচ প্রত্যেক সম্প্রদায়ে কিছু কিছু উগ্র গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। ধর্মকে ব্যবহার করে নানা অনৈতিক কর্মকান্ড চালিয়ে জনগণকে বিভ্রান্ত করে। কিন্তু ধর্মীয় প্রকৃত নির্দেশনা মেনে চললে কোন মানুষের পক্ষেই এসব অনৈতিক কাজ করা সম্ভব নয়। যুগে যুগে সব ধর্মই জনকল্যাণের মাধ্যম হিসেবে কাজ করেছে। অসাধুরাই রাজনীতির মাধ্যম হিসেবে পবিত্র ধর্মকে ব্যবহার করার অপচেষ্টা চালায় মাত্র।আজ ১৮ ডিসেম্বর সকালে ফিরিঙ্গিবাজার ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রাঙ্গনে আল ফালাহ ফাউন্ডেশনের ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী। আল ফালাহ ফাউন্ডেশনের আহবায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নগর মহল্লা সর্দার কমিটির সাধারন সম্পাদক মকসুদ আহমেদ সর্দার, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান,শিল্পপতি আবদুল হাকিম,ইষ্পাহানি গ্রুপ টি মার্কেটিং জেনারেল ম্যানেজার ওমর হান্নান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আওয়ামীলীগ নেতা পুলক খাস্তগীর, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহসম্পাদক ইয়াসির আরাফাত, আল-ফালাহ ফাউন্ডেশনের সদস্য জোবায়ের খাকী, ওসমান গণি বাবলু,মো. ফিরোজ,ওসমান গণি মানিক,মো.পারভেজ,মো. হাসান,মো.মহিউদ্দিন,তৌহিদুল ইসলাম,মো.রাহাত,ইশতিয়াক ,মো. আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
