বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির সাথে মিসেস সারমিন সালামের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম। আজ এনভয় টাওয়ারে মিসেস সারমিন সালামের সাথে সৌজন্য সাক্ষাতে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম বিষয়েও খোঁজ-খবর নেন। এসময় তিনি বলেন, খুব শিঘ্রই এ তিন উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করা হবে।