ধানমন্ডি থানা মহিলা আ.লীগের কমিটি গঠন, সভাপতি শেখ মিলি ও সাধারণ সম্পাদক ইভানা
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থানার মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম এ কমিটির অনুমোদন দিয়েছেন।
ধানমন্ডি থানার নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রীর মামাতো বোন টুঙ্গিপাড়ার শেখ পরিবারের সদস্য শেখ মিলি ও সাধারণ সম্পাদক কামরুন নাহার ইভানা। এবার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হলো।
কমিটিতে সহ সভাপতি করা হয়েছে কাজী খুরশিদা হক, অরুনা বিশ্বাস, কল্পনা সরকার, মৌমিতা রহমান, আফরুজা খান, রেহেনা আক্তারসহ ১১ জন।
এছাড়াও সেগুফতা সালাম ঈশিতা, শামীমা আক্তার, বিথী হাছান, কাজী সাজিয়া জামান ও সীমা রায়কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচত হয়েছেন জেসমিন আক্তার দিলু, নাদিয়া তাবাসসুম, তাসলিমা আক্তার, জেসমিন আক্তার ও জ্যোতি রায়।