৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেলেন এমপি এনামুল হক
“কোভিড ১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্তরে ৪২ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার উদ্বোধন করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।
উক্ত মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী কলেজের) শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তররের প্রধান সহ ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, মচমইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রতীক দাশ রানা, ভবানীগঞ্জ বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল উপস্থিত ছিলেন।
